Khoborerchokh logo

জিএমপি‘র বাসন থানা পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া অটোরিকশা,নগদ টাকা,মোবাইলসহ গ্রেপ্তার-৬ 299 0

Khoborerchokh logo

জিএমপি‘র বাসন থানা পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া অটোরিকশা,নগদ টাকা,মোবাইলসহ গ্রেপ্তার-৬

রনি আহম্মদ
গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস কাঁচামাল আড়ৎ সংলগ্ন এলাকা থেকে চালক-যাত্রীদের নগদ টাকা, মোবাইল ফোনসহ অটোরিকসা ডাকাতির ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ঢাকার আশুলিয়া এবং গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ হামিদুল ইসলাম (২৮),মোঃ মিজানুর রহমান কেটু মিজান (২৯),তারিকুল ইসলাম রাহাত (২৩), ইমরান সরকার (২৬) সোহেল (৩০) রিপন কুমার সাহা (৩৮)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি এবং ডাকাতি হওয়া অটোরিকসাটির যন্ত্রাংস উদ্ধার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ মো: মালেক খসরু খান জানান,গত ৮জুন ভোর চার টার দিকে অটোরিকসায় তিনজন যাত্রী নিয়ে চালক মোনায়েম খাঁ (৪২) নগরীর চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস কাঁচামালের আড়তের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ৩/৪ জন ডাকাত পথরোধ করে অস্ত্র মুখে যাত্রীদের এবং চালক সায়েমের কাছে থাকা নগদ ৪৭ হাজার টাকা ও মোবাইল ফোনসহ অটোরিকসাটি ডাকাতি করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা অটোরিকসা চালক সায়েমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুত্ব আহত করে। এক পর্যায়ে ডাকাতরা চলে গেলে কিছুক্ষন পর সায়েম আহত অবস্থায় কাচাঁমাল আড়তে আসলে কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় গত ১৬ জুন তিনি বাসন থানায় একটি মামলা দায়ের করলে ঘটনাস্থলের সিসি ফুটেজ নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের গ্রেপ্তার করা হয়। ডাকাতি হওয়া অটোরিকসাটি ডাকাতরা খুলে ফেলে যাতে কেউ না চিনতে পারে। সে অবস্থাই অটোরিকসাটি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com